সারাদেশ ডেস্ক, রাজশাহী, এ্উজেডনিউজ২৪: রাজশাহীতে পদ্মা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ৩০ জন বরযাত্রী নিখোঁজ রয়েছেন। তবে এ ঘটনায় এখনও নিহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে ফায়ার সর্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শ্রীপুরামপুরে এ ঘটনা ঘটে।
স্বজন ও এলাকাবাসী জানায়, বিকেলে পবা উপজেলার হরিয়ান ইউনিয়ের খানপুর গ্রামে বর রুম্মানের বাড়িতে বউভাত অনুষ্ঠান শেষে কনে পুন্নির বাবার বাড়ি ডাইঙ্গারহাট এলাকায় ইঞ্জিনচালিত দু’টি নৌকায় করে ৪০ জন যাচ্ছিলো।
পথে সন্ধ্যায় পদ্মা নদীর খানপুর এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ে নৌকা দু’টি উল্টে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেরা একটি নৌকা উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, ৩০ জন যাত্রীকে নিয়ে নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে প্রবল বাতাসের কারণে ডুবে যায়। পাঁচজন ডুবুরি নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এখনও নিহতের কোনও তথ্য পাওয়া যায়নি।
তিনি জানান, নদীতে কেউ ডুবে আছেন কিনা তা দেখার জন্যই দুই সদস্যের ডুবুরি দল ও বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে গেছেন। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। সূত্র : সময় টিভি
রাজশাহীতে পদ্মা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ৩০ জন বরযাত্রী নিখোঁজ
রাজশাহী
0 Views