বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: ক্যারিয়ারের মধ্য গগনে থেকে নশ্বর পৃথিবী ছেড়েছেন সুশান্ত সিং রাজপুত। তাইতো করোনা আতংক ছাপিয়ে বলিউডে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছেন ৩৪ বছর বয়সী এই নায়ক।
ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা সুশান্তকে দর্শক গ্রহণ করলেও করেনি বলিউডের প্রভাবশালীরা। আর তাইতো অ্যাওয়ার্ড শো কিংবা যেকোন পার্টিতে আমন্ত্রণ জানানো হতো না তাকে। যেখানে ভুমিকা রাখা সালমান খান, করণ জোহর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াতওয়ালা, সঞ্জয় লীলা বানসালী, ভুষণ কুমার, একতা কাপুর-সহ ৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন আইনজীবী সুধির কুমার ওঝা। যার শুনানী হবে ৩ জুলাই।
ভারতের অনেক শিল্পী-নির্মাতার মতে, সুশান্তের মৃত্যু বলছে, হ্যাশ মিটু মতো আরেকটি আন্দোলনের সময় হয়েছে বলিউডে।
অর্থ সংকট? সম্পর্কের জটিলতা? মানষিক অবসাদ? নাকি ফিল্ম পলিটিক্স? ঠিক কি কারণে পৃথিবীর মায়া ছেড়েছেন রূপালি পর্দার ধোনি তা নিয়ে বি ‘পি কে’ ‘এম এস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ ‘ছিছিরে’র মতো ছবির পাশাপাশি সুশান্তের ক্যারিয়ারে যোগ হতে পারতো আরো ৯টি আলোচিত সিনেমা। কিন্তু বলিউডের স্বজনপ্রীতির কারণে সব চূড়ান্ত থাকার পরও ‘আশিকি টু’ ‘রামলীলা’ ‘বাজিরাও মাস্তানি’ ‘ফিতুর’ ‘বেফিক রে’ ‘হাফ গার্লফ্রেন্ড’ ‘রোমিও আকবর ওয়াল্টার’ ‘সড়ক টু’ এবং ‘সারে জাহা সে আচ্ছা’ থেকে বাদ পড়তে হয়েছে তাকে।