রাজধানী ডেস্ক, আজনিউজ২৪: রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় দুপুর আড়াইটার দিকে একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় দিকে পরিত্যক্ত শেভিং ফোম ও পারফিউমের বোতল হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেসার দেয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন- দোকান মালিক আব্দুল আলিম (৫০) কর্মচারীর সাইদুর (৩৩), অপর কর্মচারী ফারুক (৩৭) ও ওই দোকানের মালামাল দিতে আসা আমির হোসেন (২৭)। এছাড়াও ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরও তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন-কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।
পরে আশেপাশের লোকজন দগ্ধ ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন। এলাকাবাসীরা জানায়, পরিত্যক্ত শেভিং ফোম, বডি স্প্রেসহ বিভিন্ন পণ্যের কৌটা বা বোতল সংগ্রহ করে সেগুলোকে ভাঙ্গার জন্য হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেসার (চাপ) দেওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ভাঙারি দোকানের মালিক হালিমসহ সকলের শরীরে ৫০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতাল থেকে আমরা সংবাদ পেয়েছি। ৭ জন দগ্ধ আছেন, তাদের চিকিৎসা চলছে। সূত্র : সময় টিভি