ন্যাশনাল ডেস্ক: অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আর কয়েকদিন পর স্বপ্নের পদ্মা সেতুতে চলবে যানবাহন। পদ্মাসেতু পাড়ি দেয়ার অপেক্ষায় রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাস। এরইমধ্যে ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ।
ঢাকার সায়েদাবাদ থেকে ভাঙ্গা মাদারীপুর বরিশাল রুটে বাস ভাড়া হবে ৪১২ টাকা। ঢাকা রাজৈর গোপালগঞ্জ ৫০৪ টাকা। ঢাকা ভাঙ্গা খুলনা ৬৪৯। ঢাকা জাজিরা শরীয়তপুর ভাড়া ২১৮ টাকা। ঢাকা বরিশাল পিরোজপুর ৫৩৪। এ রকম ১৩টি রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএ পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব ই রব্বানী জানায়, গাবতলী থেকে রাজধানীর ভেতর দিয়ে পদ্মা সেতুতে যাওয়ার অনুমতি নেই। সায়েদাবাদ থেকে চলবে নতুন এ রুটের বাস।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. বজলুর রহমান রতন জানান, গাবতলী থেকে যারা এতদিন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাস চালাতো তাদের বেশিরভাগই সায়েদাবাদ কাউন্টার নিচ্ছে।
যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজের মতে, সায়দাবাদ ও এর আশে পাশের ট্রাফিক ব্যবস্থাপনায় আনতে হবে পরিবর্তন। এছাড়াও পদ্মা সেতু কিংবা ঢাকা প্রবেশের ক্ষেত্রে ফ্লাইওভারগুলোতে টোল নেয়ার পদ্ধতি স্বয়ংক্রিয় না করলে যানজট থেকেই যাবে।