
এসময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা বড়ি, ১১৪ গ্রাম হেরোইন এবং ২৭ কেজি ৮৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তা জব্দ দেখানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়। শনিবার (১৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, ঢাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে তারা। এর অংশ হিসেবে শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর নানা স্থানে অভিযান চালানো হয়। মূলত বিভিন্ন থানা এলাকায় তা পরিচালিত হয়।
এসব অভিযানে ওই ৩৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধারের পর তা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট থানাগুলোয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।