আইন ও আদালত ডেস্ক: রাজধানীর পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীচক্রের ২৩ নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এলাকাগুলো হলো মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে এসব নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় (র্যাব)
শুক্রবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ওই ঘটনায় জড়িত কয়েকজনকে আটকও করেছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৩ নারীকে উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।
জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায়, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র্যাব-৪-এর একাধিক দল তাদের উদ্ধার করে।