হেল্থ ডেস্ক: কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাবকে প্রতিহত করতে রোগী ও চিকিৎসকদের সুরক্ষায় রাজধানীর তেজগাঁওয়ে ইম্পালস হাসপাতাল-এ উদ্বোধন করা হলো ওপেন আউটডোর ক্লিনিক কনসেপ্ট। অনুষ্ঠানে এর উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোঃ খুরশীদ আলম।
এ সময় তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবায় নিরলসভাবে করোনা রোগীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন ডাক্তার ও নার্সরা। করোনা সেবা দিতে গিয়ে বিশ্রামহীন স্বাস্থ্য বিভাগকে অনেক অপবাদ মাথায় নিতে হচ্ছে বলেও জানান মহাপরিচালক।
খুরশিদ আলম বলেন, এরপরও বিচলিত নন দেশের স্বাস্থ্যবিভাগের দায়িত্ব থাকা সংশ্লিষ্টরা।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহীর আল-আমীন বলেন, করোনার সমস্যা থেকে দূরে নয়, সায়েন্টিফিকভাবে এই সমস্যার মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। টিকা যেমন নেওয়া দরকার, মাস্ক যেমন পরা দরকার স্বাস্থ্যবিধি যেমন মেনে চলা দরকার, তেমনই চিকিৎসক এবং রোগীর কনসালটেশনের ক্ষেত্রে উপযুক্ত সায়েন্টিফিক পরিবেশ নিশ্চিত করাও বলেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক।
তিনি বলেন, খোলা জায়গায় মুক্ত বাতাসে ডাক্তারগণ রোগীদেও কনসালটেশন দিবেন। এখানে রোগী এবং ডাক্তার উভয়ই মাস্ক পড়ে থাকেন তা হলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা শতকরা শূণ্যভাগ থাকবে বলেন চিকিৎসক জাহীর আল-আমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিভিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ বিভাগের ডীন ডা. শাহরিয়ার নবী ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।