রাজধানী ডেস্ক: রাজধানীর খিলক্ষেত ও ওয়ারী থেকে পৃথক দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা ছিলেন। খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম জয়দেব চন্দ্র দাস। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাট বাড়ির কক্ষ থেকে দুর্গন্ধ আসছিল। পরে অনুসন্ধানে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে খাট থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ওসি সাব্বির বলেন, নিহত চিকিৎসক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ থেকে পাস করেছেন। মরদেহটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন।
এদিকে, রাজধানীর ওয়ারী থানার ওয়ান্ডারল্যান্ড পার্ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘ওয়ান্ডারল্যান্ড পার্কে অচেতন অবস্থায় পড়ে আছে এক নারী-বিকেলে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।সেখানে তাকে মৃত অবস্থায় পাই আমরা।ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
এসআই জিয়াউর রহমান বলেন, ওই নারীর পরনে শর্ট কামিজ ও প্লাজো ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, তিনি ভবঘুরে, পার্কেই থাকতেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।