স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: শীতের সন্ধ্যা ঘনিয়ে আসতেই নানা বয়সীরা মাতছেন ব্যাডমিন্টন খেলায়। ঢাকাসহ পুরো দেশ সন্ধ্যার পর সরগরম হয়ে উঠছে ব্যাডমিন্টন উৎসবে। অগ্রহায়ণের মৃদু হিমেল হাওয়ায় খেলার মাঠগুলোতে জ্বলে উঠছে হলদেটে বাতি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সিটিজেন কেবলস ও মিটার উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটিজেন গ্রুপ আয়োজিত ব্যাডমিন্টন-২০২১ অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন সিটিজেন টাওয়ারে। টূর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের শিরোপা জিতেন মো: হামিদুল ইসলাম-মো: রাইসুল সাদি গ্রুপ। অংশ নেয়া ১৬ দলের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটিজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও পরিচালক, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং প্রতিষ্ঠানের পরিচালক মাহিন আফরোজ শিঞ্জন।
এর আগে, নতুন বছর ২০২১ এর ৩১ জানুয়ারী সেমিফাইনাল অনুষ্ঠিত হয় তেজগাঁও শিল্প এলাকায়। এতে ফরহাদ-জাহাঙ্গীর দল বনাম মো: হামিদুল ইসলাম – মো: রাইসুল সাদি এবং জুবায়ের-চঞ্চল বনাম আব্দুল আজিজ-আব্দুল হক দলের মধ্যে অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল শেষে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় জুবায়ের-চঞ্চল এবং মো: হামিদুল ইসলাম – মো: রাইসুল সাদি গ্রুপ ফাইনাল।
এবারের শীতে ব্যাডমিন্টন চূড়ান্ত পর্বের খেলার জন্য সিটিজেন টাওয়ারের নিজস্ব মাঠে কোর্ট কাটা হয়। কোর্টে জ্বলছে দুটি হ্যালোজেন বাতি, কাঠের বোর্ডে লাগানো দুই শ ওয়াটের আট-দশটি হলদেটে বৈদ্যুতিক বাতি। শীতল বাতাস খেলায় যাতে বিঘ্ন না ঘটাতে পারে, তাই কোর্টের চারপাশে টানানো হয়েছে পাটের তৈরি চট।
মাঠের চারপাশ ঘিরে খেলা দেখতে উৎসুকেরা শুধুই দর্শনার্থী নন, খেলোয়াড়ও ছিলেন মুখরিত উল্লাসে। কোর্ট থেকে যখন ‘থারটিন হোপ’, ‘ফোরটিন লাস্ট’ আওয়াজ আসে, তখন এসব দর্শনার্থীর মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, পরের খেলায় অংশ নিতে। এসময় অপেক্ষমাণদের মাঝে হয়ে যায় খানিকটা বন্ধুত্বপূর্ণ মল্লযুদ্ধ।