উচ্চতর অভিনয় শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার ফলে মাঝে খানিক ভাটা পড়েছে পারসা ইভানার অভিনয় গতিতে। অবশ্যই তার আগেই জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি হিসেবে দাগ কেটে গেছেন দর্শক হৃদয়ে।
‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়াও এ জুটি প্রশংসা তুলে নিয়েছেন ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘বিদেশ’, ‘কিডনি’সহ বেশকিছু জনপ্রিয় নাটকের দৌলতে।
প্রায় ৮ মাস বিরতি শেষে পারসা ফের ফিরেছেন দেশে ও ক্যামেরায়। সঙ্গে যথারীতি পলাশ। তবে নাটকে নয়, এবার তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। একটি পানীয়র বিজ্ঞাপনে হাজির হচ্ছে এ জুটি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে সেট ফেলে এর দৃশ্য ধারণ করা হয়েছে সম্প্রতি। আ¤্র্রপালির ইতিহাসনির্ভর গল্পকে ভিত্তি করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাকেশ বসু। প্রেম, রাজনীতি ও রাজসভাকেন্দ্রিক পুরনো সময়কে আধুনিক বিজ্ঞাপনে রূপ দিয়েছেন তিনি। যেখানে পলাশ-পারসা হাজির হচ্ছেন রাজকীয় আবহে।
কাজটি প্রসঙ্গে পারসা ইভানা বলেন, এই বিজ্ঞাপন আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা। চরিত্র, সাজসজ্জা সবকিছুই নতুন। রাজকীয় আমেজে শূটিং করেছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকের পছন্দ হবে। রাকেশ বসু জানান, চলতি মাসেই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারে আসবে। পলাশ ও পারসাকে সর্বশেষ দেখা গেছে ‘শেষমেশ’ নাটকে। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

