সারাদেশ ডেস্ক, ১৮ নভেম্বর, ২০১৯ এইউজেডনিউজ২৪: রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়া মারমা পাড়া এলাকায় ৫টার দিকে গোলাগুলির এই ঘটনা ঘটে।
তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান বলেন, ‘সন্ধ্যায় বালুমুড়ার মারমা পাড়ায় জেএসএস এর দুই গ্রুপের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়া মাত্র এলাকার উদ্দেশে ফোর্স নিয়ে রওনা হয়েছি। বিস্তারিত এলাকায় গিয়ে জানাতে পারব।’
রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির জানান, নিহত তিনজন কোন গ্রুপের তা নিশ্চিত হওয়া যায়নি। গোলাগুলির ঘটনা শোনার পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।