রমজানে নিত্যপণ্যের দাম যাতে সহনীয় থাকে, সে জন্য ব্যবসায়ীদের সংযমী হওয়ার অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এই আহ্বান করেন।
তিনি বলেন, মানুষ পণ্য কিনে প্রতারিত হলে কোথায় অভিযোগ বা প্রতিকার পাওয়া যাবে তা জানত না। কিন্তু মানুষের মধ্যে এখন সচেতনতা বেড়েছে। তারা অভিযোগ করলেই প্রতিকার পাচ্ছে।
ভোক্তা অধিকার রক্ষায় জাতিসংঘের অনুমোদিত অধিকারগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি গোলাম রহমান।
এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, করোনার পর ইউক্রেন যুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানির ওপর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দাম বেড়েছে। ফলে বিভিন্ন পণ্যের দামের ওপর প্রভাব পড়েছে।
এ সময় দেশে বন্ধ সরকারি চিনির মিলগুলো বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়া বা বিদেশিদের সহায়তায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মোস্তফা আজাদ।