ইসলাম ও ধর্ম ডেস্ক, এইউজেডনিউজ২৪: ঈদ-উল-ফিতরের নামাঅন্যান্য নামাজের মতো পবিত্র রমজানে তারাবির নামাজও ঘরে আদায় করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। আজ শুক্রবার দেশটির গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল শেখ এ ঘোষণা দিয়েছেন। নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে পূর্ব সতর্কতার অংশ হিসেবেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখ বলেন, কোভিড-১৯ যাতে বিস্তার লাভ লাভ না করতে পারে সেজন্য বর্তমানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর স্থগিতাদেশ আছে। রমজানে মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রেও সেটা গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস মহামারী অব্যাহত থাকলে ঈদ-উল-আযহা বা কোরবানীর ঈদও ঘরে থেকেই উদযাপন করতে হতে পারে বলেও নির্দেশনায় উলেখ করা হয়। সৌদি সংবাদপত্র ওকাজ এ সব তথ্য জানিয়েছে। ধর্মীয় যেকোন ইস্যূতে গ্র্যান্ড মুফতির সিদ্ধান্তই সৌদী আরবে চূড়ান্ত।জও পড়তে হবে ঘরে।
তিনি আরো বলেন, মসজিদ বা বাসা যেখানেই তারাবি আদায় করা হোক, মহান আল্লাহ যেন তা কবুল করেন সে প্রার্থনাই আমরা করি।লকডাউনে ফাঁকা সৌদি আরবের রাস্তা, ছবি- দ্য ন্যাশনাল
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে নতুন করে ৫১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার জন। এ ছাড়া দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৯০ জন। মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, সৌদি আরবে এ পর্যন্ত ভাইরাসটিতে ৭ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯ জন।