স্পোর্টস ডেস্ক: রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন সিরিজ জয়ের লক্ষ্যের কথা। দেশের মতো বিদেশের মাটিতেও সিরিজ জয়ের প্রত্যাশা এখন করতেই পারে বাংলাদেশ। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে টেস্ট জয় টাইগারদের যুগিয়েছে আত্মবিশ্বাস। তারই ধারাবাহিকতায় এবার সাউফ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডে জিতে বড় স্বপ্নে চোখ সফরকারীদের।
আগে কোনো সংস্করণেই দেশ দুটিতে স্বাগতিকদের বিপক্ষে জয় ছিল না বাংলাদেশের। হারের বৃত্ত ভাঙা দল নিয়মিতই করতে চায় ভালো পারফরম্যান্স। ‘‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে, আমরা জয় অর্জন করতে পারি।’
রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। জোহানেসবার্গে জিতলে আরেকটি বিশাল অর্জন ধরা দেবে হাতে।
রবিবার প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ
আজনিউজ২৪ :
0 Views