রংপুর প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: রংপুরে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস থেকে ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভুয়া নিয়োগপত্র, ব্যাংকের চেকসহ তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- রংপুরের মিঠাপুকুরের চেংমারী ফরমোদেরপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে ওসমান গনি (২৬), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পশ্চিম গৌরীপাড়ার মোজাম্মেল হকে ছেলে তানভির ওরফে রেজভি (২৯) এবং একই এলাকার ওসমান মিয়ার ছেরে জাহিদুল ইসলাম (৩৪)।
পুলিশ ও বেরোবি রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, ৪ মাস আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে একটি প্রতারক চক্র বিভিন্নজনকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
প্রতারক চক্র ৩ লাখ ৮০ হাজার টাকা বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের মালি পদে এক যুবককে চাকরির জন্য আশ্বাস দেয়। পরে চাকরি প্রত্যাশী ওই যুবকের সন্দেহ হলে তিনি বেরোবির পুলিশ ক্যাম্পের ইনচার্জকে বিষয়টি জানান। পুলিশ এ নিয়ে ফাঁদ পাতে।
ওই চাকরি প্রত্যাশী যুবককে দিয়ে টাকা দেয়ার কথা বলে তিন প্রতারককে বেরোবি ক্যাম্পাসে ডেকে আনা হয়। বৃহস্পতিবার প্রতারক চক্র ওই যুবকের নিকট টাকা নিতে এলে পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৩টি জাল নিয়োগপত্র, ৪টি ফাঁকা চেকের পাতা, ৪টি ফোন, ৪টি ভোটার আইডি কার্ড উদ্ধার করে পুলিশ।
বেরোবির পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মহিবুল ইসলাম জানান, প্রতারক চক্র বিভিন্নজনকে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা বাদ হয়ে একটি মামলা করেছেন। আকটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র : যুগান্তর