দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে বহুদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাবর আজম। তবে তিনি শুধু ফেরেনইনি, রাজসিকভাবে নিজেকে আবার অধিষ্ঠিত করেছেন ‘সিংহাসনে’, একাধিক বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন।
তবে বাবরের সেরা রূপটা দেখা গেছে শেষ ম্যাচে। ৪৭ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংসে দলকে এনে দিয়েছিলেন ২-১ ব্যবধানে সিরিজ জয়। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়লেও এই ইনিংসে ভর করে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে পাকিস্তান।
এমন ইনিংস বাবর আগেও অনেক খেলেছেন। টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও আছে তার। কিন্তু সবশেষ এই ইনিংসটা একটু আলাদাই ছিল।
বাবরকে সব সময়ই দেখা যায় ক্লাসিক কাভার ড্রাইভ আর স্ট্রেইট ব্যাট শটে রান করতে। অপ্রথাগত শটে তাকে খুব একটা রান করতে দেখা যেত না আগে। কিন্তু এবার দেখা গেল। টি-টোয়েন্টি ক্রিকেটে গুরুত্বপূর্ণ এক অস্ত্র হলো সুইপ শট, যেখানে আগে তিনি তেমন স্বচ্ছন্দ ছিলেন না। শনিবার রাতের ম্যাচে দৃশ্যটা বদলে গেল একেবারে। একাধিকবার কার্যকর সুইপ খেলেছেন বাবর, যেগুলো থেকেও এসেছে অনেক রান।
বিষয়টা চোখে পড়েছে পাকিস্তানের বর্তমান অধিনায়ক সালমান আলি আগারও। সালমান বলেন, ‘সেই সুইপ শট, যা সাধারণত তার সঙ্গে মেলে না, আজ তাকে অনেক রান এনে দিয়েছে। সে জানে, বড় খেলোয়াড় হিসেবে নিজের খেলা আরও উন্নত করতে হবে। আমি সত্যিই আশা করি, ভবিষ্যতে আমরা এমন বাবরকেই দেখব। কারণ সে যদি এমন পারফর্ম করে, আমরা অবশ্যই ম্যাচ জিতব। এটা আমাদের জন্য দারুণ বার্তা।’
সালমান আরও বলেন, ‘আমরা সবাই বাবরের জন্য খুব খুশি। পুরো দেশ তার ওপর গর্বিত। বড় ম্যাচে বড় খেলোয়াড়ই উঠে আসে। আজ বাবর সেটাই করেছে। আমি চাই, আগামী চার-পাঁচ বছর আমরা এই বাবরকেই দেখি।’

