গতরাতে ইতিহাসে প্রথমবারের মতো কোনো টাইয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। খেলতে হয়েছিল নিজেদের প্রথম সুপার ওভার। তবে সেই সুপার ওভারের স্মৃতিটা মোটেও ভালো কিছু হয়নি। ১১ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি দল। ফলে উইন্ডিজ ম্যাচটা জিতে সিরিজে ফিরিয়েছে সমতা।
ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের পর বাংলাদেশ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সুপার ওভারের এক সিদ্ধান্তের কারণে তাদের জেতা সহজ হয়েছে বলে বিশ্বাস উইন্ডিজ শিবির। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সফরকারীদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন কোন বাংলাদেশি ব্যাটার? উত্তরটা হবে– রিশাদ হোসেন। দুই ম্যাচেই ক্যারিবীয় স্পিনারদের ওপর ঝড় বইয়ে দিয়েছিলেন তিনি। সেই তাকেই কি না সুপার ওভারে ব্যাট হাতে পাঠায়নি বাংলাদেশ!
রিশাদ মিরপুরের মন্থর উইকেটেও ফুল ফুটিয়েছিলেন। প্রথম ম্যাচে ১৩ বলে করেছিলেন ২৬ রান। দ্বিতীয় ম্যাচে তিনি আরও বিধ্বংসী, ১৪ বলে খেললেন ৩৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস।