ক্রাইম ডেস্ক, এইউজেডনিউজ২৪: ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তার পরিবার। রোববার সম্রাটের পরিবারের পক্ষ থেকে তার ছোটভাই মো. রাসেল চৌধুরী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ চিঠি পাঠান।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘‘ইসমাইল চৌধুরী সম্রাট (সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ) গত দুই মাস যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সি.সি.ইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানতে পারি শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগি মাজহারুল ইসলাম শাকিল র্যাবের হাতে গ্রেপ্তার হয় এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে সে দীর্ঘ দিন যাবৎ আমার বড় ভাই যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে প্রাণনাশের চেষ্টা করে যাচ্ছিল।
র্যাবের তৎপরতায় সেটি ব্যর্থতায় পর্যবেশিত হয়। প্রাণনাশের আশংঙ্কা থাকায় পরিবারের পক্ষ থেকে আমার বড় ভাইয়ের জীবনের নিরাপত্তা বৃদ্ধির জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি।
প্রাণনাশের আশংক্ষা থাকায় পরিবারের পক্ষ থেকে ইসমাইল চৌধুরী সম্রাটের জীবনের নিরাপত্তা বৃদ্ধির জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।’’ সূত্র : চ্যানেল আই
যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি
অপরাধ জগত
0 Views