গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) ইসরায়েলি বাহিনী হামলা চালালে এ ঘটনা ঘটে। এছাড়া ট্যাংক এবং বুলডোজার নিয়ে দেইর আল বালাহতে অভিযান চালানোর পর ওই এলাকা থেকে গত দুই দিনে ১ লাখ মানুষ অন্যত্র পালিয়ে গেছে। খবর আল জাজিরা
এদিকে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধ বন্ধ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার মাঝেই হামলায় ৭১ জন ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। যুদ্ধ বন্ধের আলোচনায় হামাসের হয়ে নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র নেতা খালিদ আল হায়া।
অন্যদিকে ইসরায়েলের রাস্তায় আবারও হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভে তারা জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ইতিহাসের স্মরণকালের হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১২০০ জন নিহত হয় এবং জিম্মি করে নিয়ে যাওয়া হয় ২৫০ জনকে। এ ঘটনার প্রতিশোধ নিতে ওইদিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। যা এখনও চলছে।
এ হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৩৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে ৯৩ হাজার ৩৫৬ জন।