যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক হ্রাস সংক্রান্ত একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে ২০% হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা পূর্বাভাসের চেয়ে ১৭ পয়েন্ট কম। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এই অর্জন কেবল কৌশলগত দূরদর্শিতার প্রতিফলন নয়, বরং বাংলাদেশ অর্থনীতির স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিরও প্রমাণ।” তিনি আরও বলেন, “আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি একটি দৃঢ় কূটনৈতিক বিজয়।”
প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আলোচক দল নিরলসভাবে কাজ করেছে এবং জটিল আলোচনার মধ্য দিয়ে শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত ইস্যুগুলো সফলভাবে সমাধান করেছে। তিনি বলেন, “এই চুক্তির মাধ্যমে আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা অক্ষুণ্ন রাখা গেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশ আরও সহজ হয়েছে এবং আমাদের মূল জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে।”
মোহাম্মদ ইউনুস আরও বলেন, “এই সাফল্য শুধু বৈশ্বিক পরিসরে বাংলাদেশের শক্ত অবস্থানকেই তুলে ধরেনি, বরং আগামী দিনে প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দুয়ার খুলে দিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল।” তিনি বলেন, আজকের এই অর্জন জাতির দৃঢ়তা ও ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখার প্রতি এক সাহসী অঙ্গীকারের প্রতীক।