ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্র প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬৮ হাজার ৫৯৮ জনে। আর আক্রান্ত হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ১২২ জন। আর রাশিয়ার গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৮ জন। সেই সঙ্গে আক্রান্তের দিক থেকে সাত নম্বরে উঠে এসেছে দেশটি। অন্যদিকে স্পেন, ইতালি ও ফ্রান্সে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।
আল-জাজিরা জানিয়েছে, স্পেনে রোববার (০৩ মে) ১৬৪ জন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা এখন ২৫ হাজার ২৬৪। গত ১৮ মার্চের পর একদিনে এটি সর্বনিম্ন মৃত্যু। দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ২ লাখ ৪৭ হাজার ১২২ জন।
অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শঙ্কা তার দেশে ১ লাখের বেশি মানুষ মারা যেতে পারেন। সম্ভাব্য মৃত্যু নিয়ে সর্বশেষ সংবাদ সম্মেলনে এই প্রথম এমন মন্তব্য করলেন তিনি।
চীন থেকে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ২৮২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৬৬ হাজার ৪ জনের শরীরে। প্রতি দশ লাখে আনুমানিক আক্রান্ত ৪৫০ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৪ হাজার ০৭২ জন।
করোনায় দিশেহারা আরেকটি দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হল ২৪ হাজার ৮৯৫ জনের। ফ্রান্স জানিয়েছে, তাদের দেশে আইসিইউতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দিনে দিনে কমছে।
স্পেনের মতো ইতালিতেও মৃত্যুর হার কমেছে। রবিবার দেশটিতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। সিভিল প্রটেকশন এজেন্সির তথ্য অনুযায়ী, গত ১০ মার্চের পর দেশটিতে এটি সর্বনিম্ন মৃত্যু।
ইতালিতে নতুন রোগীর সংখ্যাও কমছে। শনিবার যেখানে ছিল ১ হাজার ৯০০ জন, গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৩৮৯। ইতালিতে এখন পর্যন্ত মৃত্যু ২৮ হাজার ৮৮৪ জনের। মোট আক্রান্ত ২ লাখ ১০ হাজার ৭১৭।