হেল্থ ডেস্ক: কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্র থেকে আসা মর্ডানার ২৫ লাখ ও চীনের সিনোর্ফামের ২০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। আর এই দুই চালানের মধ্য দিয়ে মোট মোট পৌঁছেছে ৪৫ লাখ ডোজ করোনার টিকা। গতরাতে ও আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় এসব টিকা। টিকা দেয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান, স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। আগামী ডিসেম্বর নাগাদ ১০ কোটি টিকা আসার কথা রয়েছে।
এক রাতেই আসলো কোভ্যাক্স থেকে পাওয়া মডার্না ও চীনের সিনেফার্মের টিকা। টিকার এই চালান দেশের টিকা নিতে আগ্রহীদের মনে অনেকটাই আশা জাগাবে । মডার্নার টিকা আনতে এয়ারপোর্টে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদুত। ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও।
পরে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। এসময় মার্কিন রাষ্ট্রদুত বলেন মডার্নার এই টিকা বাংলাদেশের জন্য উপহার। ডেভিড মিলার বলেন, মহামারি মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম জোরেশোরে শুরুর পরও কাঙ্খিত টিকা না পাওয়ায় তা ধরে রাখা যায়নি। ডিসেম্বর নাগাদ ১০ কোটি টিকা আসার কথা জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান প্রতিটি নাগরিকের জন্য টিকা কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। টাকা নিয়ে কোন সমস্যা হবে। মডার্নার টিকা বিনামূল্যে হলেও। চীনের কাছ থেকে পাওয়া টিকা টাকা দিয়া কেনা দেড় কোটি ডোজের প্রথম চালান।