ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘটনায় নিউ ইয়র্কে পুলিশের স্পেশাল টিম থেকে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা হলেন পুলিশ বাহিনীর ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য ছিলেন। একজন বয়স্ক নাগরিকের সঙ্গে নির্দয় আচরণের দায়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পরই পদত্যাগের ঘোষণা দেন ওই ৫৭ কর্মকর্তা। ইমার্জেন্সি রেসপন্স টিম থেকে পদত্যাগ করলেও পুলিশ বাহিনী থেকে তারা পদত্যাগ করেননি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ফক্স নিউজে বলা হয়েছে, এর আগে বাফেলো শহরে মার্টিন গাগিনো নামে ৭৫ বছর বয়সী এক এক শ্বেতাঙ্গ বৃদ্ধকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় উঠে। এদিকে, ৫৭ কর্মকর্তার পদত্যাগ নিয়ে বাফেলো পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জন ইভান্স বলেন, শুধু নির্দেশ পালনের দায়ে বাহিনীর দুই কর্মকর্তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তার প্রতিবাদে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘটনায় নিউ ইয়র্কে পুলিশের স্পেশাল টিম থেকে ৫৭ জন কর্মকর্তার পদত্যাগ
আন্তর্জাতিক
0 Views