ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এবার বিজ্ঞাপন প্রচারে বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট-ফেসবুক। এক পোষ্টে সংস্থার প্রধান মার্ক জাকারবার্গ জানান, ৩ নভেম্বরের ৭ দিন আগ থেকে নতুন কোনও রাজনৈতিক বিজ্ঞাপন নেয়া হবে না।
ফেসবুক প্রধান বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে বিভাজন বাড়ছে এবং নির্বাচনের ফল পেতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। ঘোষণা করেন, আনুষ্ঠানিক ভোট গণনার আগে কোনও প্রার্থী বিজয়ী ঘোষণার চেষ্টা করলে তাদের পোস্টে লেবেল সেটে দেয়া হবে।
এদিকে, নর্থ ক্যারোলাইনায় প্রচারণায় ভোটারদের মেইলে এবং কেন্দ্রে গিয়ে দুদফায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর কেনেশার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।