ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন-ইসরাইল নিয়ে যে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করেছেন তার বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ১৩৩ জন সদস্য।
ফিলিস্তিনের মাআ সংবাদ সংস্থা জানিয়েছে, ওই বিবৃতিতে তথাকথিত ‘শতাব্দি চুক্তি’ প্রত্যাখ্যান করার জন্য পার্লামেন্ট সদস্যরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
মার্কিন ওই শতাব্দি চুক্তিকে ফিলিস্তিনি জাতির অধিকার এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি মারাত্মক আঘাত বলে উল্লেখ করেছেন বিবৃতিতে স্বাক্ষরকারী এমপিরা।