ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যুসহ সর্বমোট প্রাণ হারিয়েছেন ১৪৯ জন বাংলাদেশি।
নিউইর্য়কের স্থানীয় সময় ১৫ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে এলআইজে হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ডা. শামীম আল মামুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি নিউইয়র্কে বাঙালি কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
ডা. শামীম আল মামুন যুক্তরাষ্ট্রের ব্রুকডেইল হাসপাতালে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাংলাদেশের সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন। প্রয়াত ডা. শামীম আল মামুনের স্ত্রী ডা. ফাতেমা এবং কন্যা ডা. রিফাত মামুনও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত।
এছাড়া যুক্তরাষ্ট্রের সিপিএ সৈয়দ জামান ও সিপিএ সৈয়দ ইকবাল হকের বোনের জামাতা ছিলেন ডা. মামুন। তিনি যুক্তরাষ্ট্রের লংআইল্যান্ডে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। তার অকাল মৃত্যুতে বাঙালি কমিউনিটেতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এ নিয়ে পরপর যুক্তরাষ্ট্রের মাটিতে তিনজন চিকিৎসক করোনায় প্রাণ হারালেন। করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকসহ আরও অসংখ্য প্রবাসী বাঙালী। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরছেন।
ডা. শামীম আল মামুনের স্ত্রী ডা. ফাতেমাও করোনায় আক্রান্ত। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ৬ বাংলাদেশিসহ প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৪৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। আর মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। নতুন করে আরও ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬ লাখ ৪৪ হাজারের বেশি। সূত্র : দেশে বিদেশে