বিচিত্রতা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরিগন উপকূলে ১০০ পাউন্ড ওজনের বিরল মাছ ওপাহ বা মুনফিশের সন্ধান পাওয়া গেছে। অ্যাকোরিয়াম কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের উত্তর-পশ্চিম দিকের সমুদ্র উপকূলের সানসেট সৈকতে এ মাছের সন্ধান পাওয়া যায়। সিএনএন এর খবরে বলা হয়, রঙিন আবরণের এই মাছ ওপাহ নামে পরিচিত হলেও এই মাছকে মুনফিশ নামেও ডাকা হয়।
সাড়ে তিন ফুট দীর্ঘ এই মুনফিশের কয়েকটি ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘সিসাইড অ্যাকুরিয়াম’ কর্মকর্তারা ফেইসবুক পোস্ট জানিয়েছেন, গত সপ্তাহে ওরিগন উপকূলে একটি বিশাল রঙিন মাছ উপকূলে এসেছে। এটি একটি বিরল ঘটনা। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে খবর পেয়ে উপকূল গিয়ে মাছটিকে মৃত পাওয়া যায়।
সমুদ্র উপকূলের অ্যাকোরিয়ামের মহাব্যবস্থাপক কিথ চ্যান্ডলার বলেন, ওরিগন উপকূলে ওপাহ মাছের সন্ধান একটি অস্বাভাবিক ঘটনা। আবার মাছটিও ছিল অনেক বড় আকারের।
কিথ চ্যান্ডলার আরও বলেন, ওপাহ মাছ বেশ শীতল প্রকৃতির একটি মাছ। এসব মাছ সাধারণত তীরে দেখা যায় না। তাই ঘটনাটি স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।