ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টেনেসি নদীর একটি ঘাটে আগুন লেগে বহু নৌকা পুড়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার (২৭ জানুয়ারি) অঙ্গরাজ্যটির স্কটসবোরো শহরের জ্যাকসন কাউন্টি পার্কের ঘাটে ঘটনাটি ঘটে।
স্থানীয় সময় রাত প্রায় ১২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘাটের ভাসমান ডকে নোঙর করে থাকা ৩৫টি নৌকা পুড়ে যায়। ওই সময় নৌকাগুলোতে ঘুমন্ত অনেক মানুষ ছিলেন।
আগুনে কাঠের তৈরি ডকটি পুড়ে গেলে ওপরের অ্যালুমিনিয়ামের আচ্ছাদন ভেঙে পড়ে এতে বেশ কয়েকটি নৌকা ডুবে যায়।
ঘটনার সময় পানিতে ঝাঁপিয়ে পড়া সাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদীতে আরও কেউ আছে কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা।
আগুনের লাগার কারণ পরিষ্কার হয়নি। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় প্রকাশ করেনি।