বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি ঘিরে চলমান জল্পনা ও বিতর্কের অবসান ঘটল। সিনেমাটি নিয়ে শেষমেশ সুখবর পেলেন ভক্তরা। সিনেমায় ‘বাবু রাও’ চরিত্রে ফেরার কথা নিশ্চিত করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ও অভিনেতা দুজনই জানিয়েছেন, সব মতপার্থক্য ও ভুল–বোঝাবুঝি মিটে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ‘পরিবারে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। ভক্তদের ভালোবাসা ও সম্মানে আমি অভিভূত।’ অভিনেতা আরও বলেন, ‘যখন দর্শকেরা কোনো কিছু এতটা গভীরভাবে ভালোবাসেন, তখন দায়িত্ব আরও বেড়ে যায়। আমরা যেন কখনোই সেই ভালোবাসাকে হালকাভাবে না নিই। পরিশ্রম করে, যত্ন নিয়ে ও আন্তরিকভাবে তাঁদের এমন একটি সিনেমা উপহার দেওয়া উচিত, যা সেই ভালোবাসার মর্যাদা রাখে।’ এই পুনর্মিলনের নেপথ্যে রয়েছেন ফিরোজ নাদিয়াদওয়ালার ভাই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক আহমেদ খান। ফিরোজ বলেন, ‘সাজিদ ভাই অনেক দিন ধরে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন। আহমেদ খানও অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের ভালোবাসা ও সম্মানেই আবার এক হলো “হেরা ফেরি” পরিবার।’
তিনি আরও বলেন, ‘অক্ষয়জি পুরো সময়টা খুবই আন্তরিক ও সহায়ক ছিলেন। প্রিয়দর্শনজি, পরেশজি আর সুনীলজিও পাশে ছিলেন সব সময়। এখন আমরা সবাই মিলে একটা মজার ও ভালো সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছি।’
পরেশ রাওয়ালের এ সিদ্ধান্তের পর অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা দায়ের করে। আইনি ঝামেলা এড়াতে অগ্রিম নেওয়া ১১ লাখ রুপি প্রযোজনা সংস্থাকে ফেরত দেন পরেশ রাওয়াল। শুধু তা-ই নয়, সেই অর্থের সঙ্গে ১৫ শতাংশ হারে সুদ যোগ করেছিলেন। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবেও কিছু অতিরিক্ত অর্থ দিয়েছেন, যাতে প্রযোজনা সংস্থা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়। এর আগে গুজব ছড়িয়েছিল, পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে সৃজনশীল বিরোধের কারণেই পরেশ সিনেমাটি ছেড়েছেন। তবে ১৮ মে পরেশ এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, “হেরা ফেরি ৩” ছাড়ার পেছনে কোনো সৃজনশীল দ্বন্দ্ব ছিল না। প্রিয়দর্শনজির প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।’
পরিচালক প্রিয়দর্শনের তত্ত্বাবধানে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং শেষ হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি, আর সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২৭ সালে। এটি নিঃসন্দেহে হবে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত পুনর্মিলনের একটি।
যার অনুরোধে ফিরলেন পরেশ রাওয়াল
বিনোদন
7,855 Views