বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা ৩০ লক্ষ শহীদকে স্বীকার করে না, যারা ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না, তারা যত বড় দলই হোক আর যেই হোক তাদের বাংলাদেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোন অধিকার নেই।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে বিভিন্ন জনদাবি নিয়ে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় না। হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আমরা তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। কারণ শেখ হাসিনা এত অনিয়ম করেছেন, পুলিশ, আইন, বিচার ব্যবস্থা, প্রশাসন, আর্মি সমস্ত জায়গায় যে অবনতি ঘটিয়েছেন, ভারতীয় দালালদের বিভিন্ন জায়গায় বসিয়েছেন, সেখান থেকে উদ্ধার করা বিএনপি একার পক্ষে সম্ভব নয়। দেশের সমস্ত দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের অধিকার আদায়ের জন্য দেশের আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের সেই অধিকার দ্রুত ফিরিয়ে দিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান দুই বছর চেষ্টা করে ৩১ দফা প্রণয়ন করেছেন। রাষ্ট্রের এমন কোনও বিষয় নেই, যা এতে নেই। এটাই সংস্কারের মূল। এটা আমরা পার্লামেন্ট থেকে পাস করাব।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির জীতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ড. লায়ন ফরিদুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, ড. কাজী মনির, অ্যাড. ফারহানা জাহান নিপা প্রমুখ।