ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বলেন, যারা নির্বাচনকে পিছানোর পায়তারা করছে তারা দেশের ভালো চায় না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। ভেঙে পড়া দেশটাকে নতুন করে সাজাতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোমবার শেরেবাংলা তেজগাঁও,তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নীরব বলেন, ১৫ দিনে দেশ স্বাধীন হয় না, বিগত ১৬ বছরের আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সংস্কারের নামে নির্বাচনকে পিছানো যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনকে পিছানোর পায়তারা করছে একটি দল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, হুমায়ুন কবির আহম্মেদ, ভিপি সোলাইমান,মনিরুজ্জামান মনির সহ বিএনপি’র অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।
লিফলেট বিতরণ কার্যক্রমটি তেজগাঁও কলোনী বাজারের সামনে থেকে তেজগাও ট্রাক স্ট্যান্ড গিয়ে শেষ হয়।