দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে দেশের অন্যতম স্বনামধন্য জুয়েলারি ব্র্যান্ড গৌরব জুয়েলার্সের চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার ফিউচার পার্কের লেভেল-২ এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম, গৌরব জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখার স্টোর ম্যানেজার অভিজিৎ পাল ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে অংশ নিয়ে ড. আলমগীর বলেন, যমুনা ফিউচার পার্ক সবসময় খাঁটি ও মানসম্পন্ন ব্র্যান্ডের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করছে। গৌরব জুয়েলার্সের মতো একটি বিশ্বস্ত ব্র্যান্ড আমাদের জুয়েলারি শাখায় নতুন মাত্রা যোগ করেছে।
অভিজিৎ পাল বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান সচেতন ও রুচিশীল ক্রেতাদের কাছে খাঁটি ও মানসম্পন্ন জুয়েলারি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যমুনা ফিউচার পার্কের মতো একটি প্রিমিয়াম লোকেশনে ব্যবসা পরিচালনা আমাদের সেই যাত্রাকে আরও শক্তিশালী করেছে।
এর আগে বর্ষপূর্তি উপলক্ষ্যে গৌরব জুয়েলার্সে আকর্ষণীয় ডিসপ্লে করা হয়। সকাল থেকে এতে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বনানী থেকে আসা তমা মির্জা বলেন, গৌরব জুয়েলার্স যেভাবে সততার সঙ্গে জুয়েলারি বিক্রি করে— তা সত্যিই প্রশংসনীয়। এখানে আমি আমার পছন্দের জুয়েলারি এক ছাদের নিচে পেয়েছি।
উলেখ্য, গৌরব জুয়েলার্সের স্টোরে পাওয়া যায় অথেন্টিক জুয়েলারি কালেকশন, যা সব বয়সের রুচিশীল ক্রেতাদের কাছে আস্থা ও গুণগত মানের প্রতীক