স্পোর্টস ডেস্ক: মধ্যাহ্ন বিরতির আগে ও পরে পর-পর চার উইকেট হারায় লঙ্কানরা। তাতে রানের চাকা খানিকটা স্লো হলেও বিশ্ব ফার্নান্দোকে নিয়ে সে চাকার গতি আরও বাড়িয়ে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সে সঙ্গে ২৯৩ বলে দেখা পেয়ে যান দেড়শ রানের। এরআগে সেঞ্চুরি করেছিলেন ১৮৩ বলে। এটি তার ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।
বাংলাদেশের বোলারদের গতকাল থেকেই ভোগাচ্ছেন এই অলরাউন্ডার। লঙ্কানদের স্কোর ইতিমধ্যে নিয়ে গেছেন ৩৮৮ এর ঘরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৫০ ওভারে ৯ উইকেটে ৩৯০রান। ১৮৯ রানে ব্যাট করছেন ম্যাথিউস এবং ২২ রানে বিশ্ব ফার্নান্দো।
মধ্যাহ্ন বিরতির আগেই নাঈমের জোড়া আঘাড়ে স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। বিরতি থেকে ফিরে সেই স্বস্তির স্থায়িত্ব বাড়িয়ে দিলেন সাকিব। বিরতি থেকে ফিরে বল হাতে আসেন এই অলরাউন্ডার। তার করা ১১৭ তম ওভারের দ্বিতীয় বলেই সরাসরি ক্লিন বোল্ড হন রমেশ মেন্ডিস। ১ রানে এই ব্যাটারকে সাজঘরে পাঠান সাকিব। এর পরের বলেই আবারও আঘাত হানেন তিনি। এবার এলবির ফাঁদে ফেলেন লাসিথ এম্বুলডেনিয়াকে। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
সোমবার (১৬ মে) ১০ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সফরকারীরা লম্বা স্কোরের দিকে এগোলে ইনিংসের ১১৪তম ওভারে জোড়া আঘাত করেন নাঈম। তুলে নেন সেট ব্যাটসম্যান চান্দিমাল ও নতুন ব্যাটসম্যান নিরোশান ডিকবেলাকে।
ক্যারিয়ারের ২১ তম হাফসেঞ্চুরি তুলে নেয়া চান্দিমালকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান নাইম। রিভিউ নিয়েছিলেন চান্দিমাল, তবে কাজে তাতে। ২ চার ও ৩ ছয়ে ১৪৮ বলে ৬৬ রান করেন তিনি। নাঈমকে রিভার্স সুইপ করতে গিয়েই আউট হন চান্দিমাল। তার আউটে ভাঙে ১৩৬ রানের জুটি। এরপরই নিরোশানকে বোল্ড করেন নাঈম। ৩ বলে ৩ রান করে ফেরেন নিরোশান। ইনিংসে নাঈমের এটি চতুর্থ শিকার।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা:৩৯০/৯, ১৫০ ওভার , নাঈম ৫, সাকিব ৩, তাইজুল ১