স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। মাত্র ১৯ বছর বয়সী নাসিম শাহের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়েও ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় বাবর আজমের দল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে মাঠের ভেতরে যেমন দুই দলের ক্রিকেটাররা ছিল উত্তেজিত তেমনি গ্যালারিতেও সমর্থকরা ছিল আরও বেশি উত্তেজিত
পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে আফগান পেসার ফরিদ আহমেদকে ব্যাট উঁচিয়ে মারতে চেয়েছিলেন পাকিস্তানের আসিফ আলী। আবার ম্যাচ শেষে পাকিস্তানের সমর্থকদের গ্যালারির চেয়ার দিয়ে পিঠিয়েছে আফগানিস্তানের সমর্থকরা।
এসময় গ্যালারির বেশ কয়েকটি জায়গা দুই দেশের সমর্থকদের হাতাহাতি করতেও দেখা গেছে। এছাড়া ম্যাচের মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে কাবলি পরা এক আফগান সমর্থকে অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে টিসু দিয়ে নাক-মুখের রক্ত মুছতে দেখা যায়। কর্তব্যরত নিরাপত্তারক্ষী জানান, গ্যালারিতে মারামারি করে তার এই অবস্থা।