বিনোদন ডেস্ক
১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘আগামী’-এর প্রদর্শনের মধ্য দিয়ে এদেশে সূচনা হয়েছিল তথা বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের।
‘আগামী’র ৪০ বছর পূর্তির এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আয়োজন করেছে প্রীতি সম্মিলনীর। অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন জনাব লিয়াকত আলী লাকী।
প্রীতি সম্মিলনী শেষে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি প্রযোজিত মোরশেদুল ইসলাম নির্মিত চলচ্চিত্র ‘আগামী’র বিশেষ প্রদর্শনী হবে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত মোরশেদুল ইসলামের ওপর নূরুল আলম আতিক নির্মিত প্রামাণ্যচিত্র ‘অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট’ এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘আগামী’ চলচ্চিত্রটি মোরশেদুল ইসলাম পরিচালিত ১৯৮৪ সালের বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মোরশেদুল ইসলাম। এতে অভিনয় করেছেন পীযুষ বন্দ্যোপাধ্যায়, ফাহমিদা পারভীন মিঠু, আলী যাকের, মুজিবুর রহমান দিলু, রওশন জামিল প্রমুখ।
চলচ্চিত্রটি ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে মুক্তি পায়। নয়াদিল্লীতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয় এবং মোরশেদুল ইসলাম শ্রেষ্ঠ পরিচালনার জন্য ‘রৌপ্য ময়ূর’ অর্জন করেন। এছাড়া ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়।