নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হয়েছেন রিপন মিয়া (৩৭) নামের এক সৌদি প্রবাসী । সোমবার (৩০ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রড-সিমেন্ট কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে পাইকান বাজারে যাচ্ছিলেন রিপন মিয়া। পথিমধ্যে রতন পাগলার মাজারসংলগ্ন এলাকায় মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে একই এলাকার রহমান (২৬) নামের এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহমান তার ভাই লোকমান (২৫) ও পিতা মিনু মিয়াকে (৫০) ডেকে এনে রিপনের উপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় রিপনের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং তার নাকের উপরিভাগে লোহার ছুরির আঘাতে গুরুতর, কাটা ও হাড় ভেঙে জখম হয়। এ সময় রিপনের কাছ থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা) এবং সৌদি আরবের আকামা ও কাগজপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা।
স্থানীয়রা এগিয়ে এসে আহত রিপনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রিপনের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।