রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
এর আগে, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় তিনি ভাড়া থাকতেন।
রোববার দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন যুগান্তরকে জানান, রোববার দুপুর ১২টার কিছু পরে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে আবুল কালাম হেঁটে যাচ্ছিলেন। এ সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে কারিগরি বিষয়গুলো যাচাই-বাছাই করে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত স্বাভাবিক রুটিন মেনে চলাচল করে। আজ ১১টা থেকে পূনরায় চালু হবে মেট্রোরেল।
কালামের পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার
দুর্ঘটনার পরপরই সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এ ঘটনাটি কি নাশকতা, নাকি নির্মাণ ত্রুটির কারণে হয়েছে, সেটা খুঁজে বের করতে সেতু বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে তিনি জানান, নিহত আবুল কালামের দাফনের সব ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষ করবে। তার পরিবারকে ৫ লাখ টাকার অর্থসহায়তা দেওয়া হবে। এ ছাড়া তার পরিবারে যদি কর্মক্ষম কেউ থাকে তাকে যোগ্যতা অনুযায়ী মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। তার পরিবারের দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

