ন্যাশনাল ডেস্ক, এইজেডনিউজ২৪: সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের মরদেহ বুধবার সন্ধ্যায় দেশে আসবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, ‘জয়নুল আবেদিনের নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।’
মেজর জেনারেল জয়নুল আবেদিনের মৃতদেহ সিঙ্গাপুর থেকে বুধবার সন্ধ্যা ৬টায় দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হবে। নামাজে জানাজা শেষে বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ দাফনের জন্য হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি সাতকানিয়ায় নিয়ে যাওয়া হবে।
মঙ্গলবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন। তিনি ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
২০১১ সালের ২৮ নভেম্বর থেকে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। সূত্র : ইউএনবি