আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, আজনিউজ২৪: রাজধানীসহ সারা দেশে আজও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। আগামী মাসে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
এ কথা জানিয়েছেন অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন। আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন বলেন, আগামীদিন থেকেই আমরা স্বাভাবিক আবহাওয়া আশা করছি। এই মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীতের প্রকোপ চলে আসবে। অক্টোবর-নভেম্বর মাস ঘূর্ণিঝড়ের মাস। আগামী মাসে এরকম দুই-একটা হওয়ার সম্ভাবনা আছে। সূ্ত্র: সময় টিভি