স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ দৌঁড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে কোণঠাসা হয়ে আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মেক্সিকোর। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদির বিপক্ষে লজ্জার হারের ম্যাচের একাদশ থেকে মেক্সিকোর বিপক্ষে একাদশে পাঁচ পরিবর্তন আনছেন লিওনেল স্কালোনি।
সৌদির বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকলাস টালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস আর আলেহান্দ্রো পাপু গোমেজরা। আজকের ম্যাচে তাদের জায়গা হয়নি।
তাদের পরিবর্তে দলে ঢুকেছেন গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
আর্জেন্টিনা একাদশ (৪-৩-৩) : এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্তিয়েল, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও আনহেল ডি মারিয়া।
মেক্সিকো একাদশ (৪-৩-৩) : গুইলারমো ওচোয়া, হেক্টর মোরেনো, আরাউহো, জেসুস গালারডো, সিজার মন্টেস, গালার্দো, গুয়ারদাদো, হেক্টর হেরেরা, লুইস শাভেজ, হার্ভিং লোজানো ও অ্যালেক্সিস ভেগা।