রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মুসল্লিদের বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে শুধু ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ এই আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য পুনরায় অনুরোধ করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় সংক্রমণ এড়াতে সরকারের পক্ষ থেকেও সব ধরনের জনসমাগম পরিহার করাসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত নামাজসহ মসজিদে জুমার নামাজ স্থগিত করেছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মক্কার পবিত্র কাবা ঘর এবং মদিনা মসজিদে নববীতে জুমার নামাজসহ সব ধরনের প্রবেশ ও প্রার্থনা স্থগিত করেছে সৌদি সরকার। সূত্র : চ্যানেল আই