ইন্টারন্যাশনাল ডেস্ক: মুসলিম বিদ্বেষ এবং জেনোফোবিয়া পশ্চিমা দেশগুলোর রাজনীতিকে জিম্মি করে রেখেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। এই দুই মতাদর্শ রাষ্ট্রগুলোর নীতি ঠিক করে দিচ্ছে এবং এভাবেই তা ধ্বংসাত্মক প্রবণতায় পরিণত হয়েছে যা সামাজিক শান্তির জন্য সরাসরি হুমকি। ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
নিউইয়র্ক শহরে টার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি (টিএএসসি) আয়োজিত এক সম্মেলনে এরদোয়ান বলেন, আমরা একটি ভয়াবহ এবং চতুর ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। এই ভাইরাস করোনাভাইরাসের মতোই বিপজ্জনক। এই ভাইরাসের নাম হলো ইসলামভীতি। তিনি বলেন, যেসব দেশ বহু বছর ধরে গণতন্ত্র এবং স্বাধীনতার সূতিকাগার হিসেবে সমাদৃত হয়ে এসেছে, সেসব দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
ইসলামভীতি এবং দায়েশ সন্ত্রাসবাদ একই ধরনের উগ্রবাদী মতাদর্শ পোষণ করে উল্লেখ করে এরদোয়ান বলেন, অনেক দেশ মুসলিমদের তাদের নাম, পোশাক এবং পরিচ্ছদ দিয়ে আলাদা করার মতো বিষয়গুলোকে স্বাভাবিক করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ৯/১১-র পর বিশেষ করে মুসলিম কমিউনিটি টার্গেটের শিকার হয়েছে। কিন্তু তারা সেই ঘৃণার মোকাবিলা করেছে বৈধ এবং গণতান্ত্রিক পন্থায়।
এরদোয়ান বলেন, মুসলিমদের দুর্বল করে দেয়ার সব প্রচেষ্টাকে আপনারা ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ দিয়ে জয় করেছেন। তিনি বলেন, ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিয়ে আসছে তুরস্ক। তবে বর্ণবাদ এবং ঘৃণামূলক বক্তব্য মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতার আলোকে যুক্তরাষ্ট্রের মুসলিমদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।