স্পোর্টস ডেস্ক, ২৩ নভেম্বর, ২০১৯ এইউজেড্নিউজ২৪ : অধিনায়ক মুমিনুল হক ও ওপেনার সাদমান ইসলাম দুজনই শূন্য রানে আউট হওয়ায় পাঁচ দিনের টেস্ট দ্বিতীয় দিনেই শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু মুশফিকুর রহিম এক প্রান্তে আগলে দাঁড়িয়ে থাকায় কোনো মতে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
শনিবার ইডেন গার্ডেনে গোলাপি বলের দিন-রাতের ঐতিহাসিক টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান। ৮৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে টাইগাররা।
এর আগে, ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার সাদমান। মাঝে এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন মুমিনুল। ২০ রান তোলার আগেই নেই আরও ২ উইকেট।
তবে, পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে ভালোই এগোচ্ছিলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। কিন্তু ব্যক্তিগত ৩৯ রানে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।
পরে মেহেদী হাসান মিরাজ ২২ বলে ১৫ রান করে ফিরে গেলে স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে ক্যাচ তুলে দেয়া তাইজুল আউট হওয়ার সাথে সাথে খেলার সমাপ্তি টানেন অ্যাম্পায়াররা।
মুশফিক ৬৯ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের খেলার শুরুতে মুশফিকের সাথে মাহমুদুল্লাহ ফিরবেন কি না তা নিশ্চিত নয়। মাহমুদুল্লাহ খেলতে না পারলে অপেক্ষমান ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন আবু জায়েদ, এবাদত হোসেন ও আল আমিন হোসেন।