মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদরের সরদারকান্দিতে পদ্মার আকস্মিক ভাঙনে বিলীন শতাধিক বাড়িঘর। বসতভিটা হারিয়ে আশ্রয়হীন অর্ধশতাধিক পরিবার।
এই যেমন কাঠমিস্ত্রি রগিন্দ গুপ্ত ও যুগমায়া গুপ্ত পদ্মার পাড়ে সংসার বেঁধেছিলেন দুই যুগ আগে। কিন্তু পদ্মার ভাঙনে নিমেষেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাদের সাজানো সংসার। এই দম্পতির মতো শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মিনা রানীও। তাদের আর্তনাদে ভারি হয়ে উঠে চারিপাশ। বলেন, আমাদের সব ঘরবড়ি নদী নিয়ে গেছে। আমরা এখন কই যাব, মাথা গোজার ঠাই টাও যে নেই।
সোমবার (৫ সেপ্টেম্বর) অনেকটা হঠাৎ করেই মধ্যরাত থেকে শুরু হয়েছে পদ্মার ভাঙন। এতে বিলীন হয়ে যায় শতাধিক বাড়িঘর। পদ্মার পেটে গেছে কৃষি জমিসহ গাছপালা।
মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি এলাকায় আকস্মিক এই ভাঙনে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। তবু ভাঙনরোধে সাহায্য নিয়ে কেউ এগিয়ে আসেনি, অভিযোগ নিঃস্ব মানুষগুলোর।
অভিযোগ করে তারা বলেন, ভাঙনরোধে এখনও কোন ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী জানান, শুষ্ক মৌসুমের আগে ব্যবস্থা নেয়া সম্ভব নয়।
নিঃস্ব মানুষগুলোর কোন খোঁজ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরাও। এতে, খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটছে ভাঙন কবলিত মানুষগুলোর।