রাজধানীর মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জুম্মনকে আটক করেছে সেনাবাহিনী। পুলিশ বলেছে, জুম্মনের বিরুদ্ধে শাহ আলী থানায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
যোগাযোগ করা হলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে সেনাবাহিনী মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে জুম্মনকে আটক করে। তাঁকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাজধানীর মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের একাধিক ব্যবসায়ী বলেন, জুম্মনের দৃশ্যমান কোনো ব্যবসা নেই। মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে চাঁদাবাজি ও ওই মার্কেটের সামনের রাস্তা দখল করে ও ফুটপাতে চাঁদা নিয়ে হকার বসিয়ে আসছিলেন তিনি। মিরপুর ১ নম্বর সেকশনের এফ ব্লকে দুটি সাততলা, মিরপুর ১ নম্বরে গুদারাঘাটে চারতলা, মিরপুর শাহ আলী বাগের জনতা হাউজিংয়ে ছয়তলা, ঢাকার অদূরে সাভারের নিউমার্কেটের পেছনে তিনতলা ও একটি একতলা বাড়ি রয়েছে। এ ছাড়া ফরিদপুরে নিজ বাড়িতে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন তিনি।