মুকসুদপুরের উজানী আজিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চক্ষু ডাক্তারি সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বুধবার (১৩ আগস্ট) চিকিৎসা ক্যাম্পটি আয়োজন করেছে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা ক্যাম্পে ভিড় করেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ। তিনি বলেন, “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে গ্রামীণ এলাকার অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে জানান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।