ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানামরের নেত্রী অং সান সু চিকে চার বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বিবিসি বার্মিজ সার্ভিস ও বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
উস্কানি দেয়া এবং কোভিড-১৯ নিয়ম ভঙ্গ করার মামলায় সু চিকে সোমবার (৬ ডিসেম্বর) কারাদণ্ডের সাজা দেয়া হয়। এই মামলার রায় গত সপ্তাহে দেয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে দেয়া হয়।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে নেয়ার পর সু চির বিরুদ্ধে এক ডজন মামলা দায়ের করে। সেগুলোর মধ্যে এই প্রথম কোনো মামলার রায় ঘোষণা করল মিয়ানমারের আদালত।
সু চির বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা রয়েছে। এছাড়া রাষ্ট্রের গোপনীয় আইন ভঙ্গ এবং টেলিকম আইনেও মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হবে সু চির।
তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি। এদিকে ৭৬ বছর বয়সী সু চির সমর্থকরা বলছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেয়ার জন্যই তাকে আইনি জটিলতায় জড়ানো হয়েছে।