ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের স্যাগাইংয়ের জঙ্গলে সেনাবাহিনী-মিলিশিয়া সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর সেখান থেকে অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কানি মিলিশিয়া গোষ্ঠীর একজন সদস্য সহিংসতার জন্য মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রত্যন্ত এলাকার অনেক গ্রামবাসী পার্শ্ববর্তী শহরে পালিয়ে গেছেন। গেলো মাসে কানির পাশের আরেকটি গ্রাম থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যান্য এলাকা থেকেও মেলে ১২ জনের মরদেহ।
স্থানীয় পত্রিকা দ্য মিয়ানমার নাউ বলেছে, উদ্ধারকৃত মরদেহগুলো একটি পুড়ে যাওয়া কুঁড়ে ঘরের নিচে চাদরে ঢাকা ছিল এবং বেশিরভাগই পঁচে যেতে শুরু করেছিল। রয়টার্স জানায়, নিহতদের শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে।
দ্য ইরাবতি অনলাইন জানিয়েছে, ৩০ জুলাই কানির জঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরসহ ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবার শরীরে ভারী আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মিয়ানমারের মানবাধিকার সংস্থা অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন অফ পলিটিক্যাল প্রিজনার্স বলেছে, সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৪৬ জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।