ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মিয়ানমারের কাচিন রাজ্যে পাথর খনি ধসে প্রাণ গেছে অন্তত ১১৩ জনের। ভেতরে আটকে পড়েছেন আরও ২শ’ শ্রমিক।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টায় ঐ এলাকায় পাথর কুড়াচ্ছিলেন শ্রমিকরা। ভারি বর্ষণের কারণে আগে থেকেই কর্দমাক্ত হয়ে যায় ঐ এলাকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্গম হেপাকান্ত খনি এলাকায় এখন উদ্বার তৎপরতা চলছে।