ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ সংগঠনের মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল গ্রেপ্তার। জুয়েল সুবিদখালীর হালিম শিকদারের ছেলে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের মামলায় সাবেক উপজেলা ভাইস -চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল সিকদার মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিয়া বের হয়ে আসলে মির্জাগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করেন।
বুধবার ( ৯ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামিম হাওলাদার বলেন ২০১৮ সালে মাধবখালী ইউনিয়নের শিশুর বাজারে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারে বাধা ও বি এন পির কর্মীদের মারধরের মামলায় জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।